রাশিয়ার বৈদেশিক রিজার্ভ বাজেয়াপ্ত করা উচিত: ইইউ

|

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে পুনর্নির্মাণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর উচিত রাশিয়ার সকল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেড়ে নেয়া। এমনটি মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিনির্ধারক প্রধান জোসেফ বরেল।

জোসেফ বরেল ফাইনানসিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যেহেতু পশ্চিমা মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেহেতু তাদের রিজার্ভ কেড়ে নিয়ে ইউক্রেনকে পুনর্নির্মাণের সিদ্ধান্তটি যৌক্তিক হবে।

আফগানিস্তানের উদাহরণ টেনে জোসেফ বলেন, এর আগে যুক্তরাষ্ট্র যেমন আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাজেয়াপ্ত করেছিল, ঠিক তেমনি এবারও রাশিয়ার রিজার্ভ বাজেয়াপ্ত করা উচিত।

তিনি আরও বলেন, আমাদের কাছে টাকা আছে। তাহলে আমাকে কেউ একজন বুঝিয়ে দিক, যদি এই কাজটি আফগানিস্তানের সাথে করা বৈধ হয় তবে রাশিয়ার সাথে করা কেন বৈধ হবে না!

প্রসঙ্গত, এর আগে তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সকল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাজেয়াপ্ত করে এবং তার কিছু অংশ আফগানিস্তানের জনগণের কল্যাণের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply