অন্ধ্রপ্রদেশ ও ওড়িষার দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় আসানি

|

ভারতের উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওড়িষার দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় আসানি।

পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতর বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে, এরপর সেটি এগিয়ে যেতে পারে ওড়িষার দিকে। ঝড়ের প্রভাবে অঞ্চল দুটিতে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে তারা।

এরই মধ্যে প্রদেশ দুটির উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জারি করা হয়েছে সতর্কতা সংকেত।

এছাড়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইতে পারে বলে ধারণা করছে আবহাওয়া বিভাগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এসব এলাকার প্রশাসনকে ঘূর্ণিঝড় মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বলেও সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply