তাইওয়ানে আঘাত হেনেছে তীব্র ভূমিকম্প

|

তাইওয়ানের পূর্ব উপকূল ও জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৯ মে) এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাইওয়ানের কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১ এবং এর গভীরতা ছিল প্রায় ২৭ কিলোমিটার।

এদিকে জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, রিখটার স্কেলের ৬.৬ মাত্রার ভূমিকম্পটি তাইওয়ানের প্রায় ১১০ কিলোমিটার (৬৬ মাইল) পূর্বে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। তবে স্থানভেদে এই কম্পনের মাত্রা ভিন্ন হতে পারে, যা পরবর্তী বিশ্লেষণের মাধ্যমে সংশোধন করা যেতে পারে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply