ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী: ট্রুডো

|

সংগৃহীত

ইউক্রেনে সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী। এ ছাড়া তিনি তার ভাষণে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি ইউক্রেনকে আরও যুদ্ধাস্ত্র দেয়ার ঘোষণা দেন। খবর আলজাজিরার।

রোববার (৮ মে) কিয়েভে জেলেনস্কির সাথে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ট্রুডো বলেন, এটি পরিষ্কার যে ইউক্রেনে সংঘটিত জঘন্য যুদ্ধাপরাধের জন্য একমাত্র পুতিন দায়ী। তিনি আরও বলেন, এই অবৈধ যুদ্ধে অবশ্যই একটি জবাবদিহিতা থাকতে হবে এবং তিনি ইউক্রেনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান।

ট্রুডো তার ভাষণে বলেন, আজ আমি ইউক্রেনকে আরও সামরিক সহায়তা, ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজ, ছোট অস্ত্র, গোলাবারুদ এবং ডিমাইনিং অপারেশনের জন্য তহবিলসহ অন্যান্য সহায়তা ঘোষণা করছি।

এ ছাড়া ৪০ রুশ নাগরিকদের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি ইউক্রেনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ডব্লিউএফপি’কে ২৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ারও ঘোষণা দেন ট্রুডো। এ সময় কিয়েভে কানাডার দূতাবাস পুনরায় খুলে দেয়ার ঘোষণা দেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply