দাম বাড়লেও কাটেনি সয়াবিন তেলের সংকট, বাড়ছে সরিষার তেলের দরও

|

ছবি: সংগৃহীত।

দাম বাড়ানোর পরও কাটেনি সয়াবিন তেলের সংকট। খুচরা পর্যায়ে, এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি। এজন্যে পরিবেশকদের দুষছেন দোকানীরা। বলছেন, পাইকারী পর্যায়ে তেল দেওয়া হলে, অসৎ উদ্দেশ্যে খুচরা দোকানে পৌছাতে দেরি করা হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, সয়াবিন তেলের সঙ্গে অন্য পণ্য কেনার চাপ দিচ্ছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দোকানিরা।

এদিকে, পুরনো বোতলের লেখা দাম মুছে কেউ কেউ নতুন দরে তেল বিক্রি করছেন। ব্যবসায়ীদের অনেকেই ক্ষুব্ধ ডিলারদের ওপর। ৭৬০ টাকা দরের পাঁচ লিটারের এক বোতলে হয় সাড়ে চার কেজি তেল। সেই হিসাবে এক কেজির দাম পড়ে ১৬৪ টাকার মতো।

অভিযোগ রয়েছে, এই বোতল খুলে কেজি ১৮০ টাকা দরে বিক্রি করেছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। দাম বাড়ানোর আগে যেসব তেলের বোতল ছিল ব্যবসায়ীদের কাছে সেগুলোর গায়ে লেখা পুরোনো দাম ঘষে তুলে ফেলা হয়েছে। সয়াবিন তেলের কিছুটা প্রভাব পড়েছে সরিষার তেলের ওপর। অনেকেই সরিষার তেলের প্রতি ঝুঁকছেন। এ কারণে দামও বেড়েছে। দু’সপ্তাহ আগে সরিষার তেলের লিটার ছিল ২৪০ টাকা, তা এখন ৩০০ টাকা ছাড়িয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply