কানাডায় গাছভরা চেরি ফুল নিয়ে হাজির বসন্ত

|

চেরি ফুলের সমারোহ কানাডায় জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। সাদা আর গোলাপি ফুলে সেজেছে টরেন্টোর পার্কগুলো। নয়ানাভিরাম এ সৌন্দর্য্য উপভোগে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা।

টরেন্টো শহর যেন পুরোটাই ছেয়ে গেছে সাদা ও গোলাপি রংয়ের চাদরে। প্রাণ ভরে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করছেন নগরবাসী। কোভিড নাইনটিনের কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর এবার খুলে দেয়া হয়েছে হাই পার্ক। যেখানে আছে হাজার হাজার চেরি গাছ। ফুলের সমারোহ আর সৌরভে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা।

মনোমুগ্ধকর চেরির রাজ্যে অনেকেই বেড়াতে এসেছে পরিবার-পরিজন নিয়ে। প্রিয়জনের সাথে কাটানো রঙিন সময়টুকু ফ্রেমবন্দি করে রাখছেন কেউ কেউ।

চেরি ফুলের আদি নিবাস মূলত চীন-জাপান-কোরিয়ায়। বসন্তে ফুল ফোটার মৌসুমে সেখানে ধুমধামে উদযাপিত হয় ‘হানামি’ উৎসব। ১৯৫৯ সালে বন্ধুত্বের প্রতীক হিসেবে টরোন্টোয় ২ হাজার চেরির চারা উপহার দেয় জাপান। এর আগে যুক্তরাষ্ট্রকেও চেরির বীজ ও চারা দিয়েছিল টোকিও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply