কিয়েভের মার্কিন দূতাবাসে ফিরেছেন কর্মকর্তারা

|

রাশিয়ার সামরিক অভিযান চলাকালেই ইউক্রেনের রাজধানী কিয়েভের মার্কিন দূতাবাসে ফিরলেন কর্মকর্তারা। গতকাল রোববার (৮ মে) এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন কূটনীতিক ক্রিস্টিনা কেভিন।

বিবৃতিতে বলেন, ইউক্রেনীয় সরকারের মসনদে রুশ অনুগতদের বসাতে ব্যর্থ হয়েছেন ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, পশ্চিমাঞ্চল পুরোপুরি দখলেও ব্যর্থ তার সেনাবাহিনী। জানান, মারিওপোলে রুশ বহরের সামনে মাথানত করেনি ইউক্রেনীয় সেনারা। গেলো মাসে ইউক্রেন সফরকালে শিগগিরই কূটনৈতিক কার্যক্রম শুরুর আভাস দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এরপরই সীমান্ত শহর লভিভে ফেরেন মার্কিন কূটনীতিকরা। সেখান থেকেই পরিচালনা করছিলেন দাফতরিক কর্মকাণ্ড। শিগগিরই কিয়েভে পুরোদমে কার্যক্রম শুরু হবে, এমন প্রত্যাশা কূটনীতিকদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply