নর্থ সাউথে দুর্নীতির মামলা থেকে বাদ পড়াদের আইনের আওতায় আনার দাবি

|

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির জন্য দুদকের মামলা থেকে বাদ পড়া আজিজ আল কায়সার টিটোসহ বাকি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন।

৩০৪ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যানসহ ৬ আসামির দ্রুত বিচারের দাবিতে সোমবার (৯ মে) সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস জানান, অভিযুক্ত সবাই সমাজের প্রভাবশালী ও ক্ষমতাশালী ব্যক্তিত্ব। তাই তাদের কেউ যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, এজন্য দ্রুত অভিযুক্তদের বিচারের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সিন্ডিকেটের কাছে বিশ্ববিদ্যালয়টির ২৫ হাজার শিক্ষার্থী জিম্মি হয়ে পড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply