কুমিল্লার বাজারে সয়াবিন তেলের সংকট

|

ছবি: সংগৃহীত

সরকার সয়াবিন তেলের দাম বাড়ালেও তা পাওয়া যাচ্ছে না কুমিল্লার বাজারগুলোতে। পাম অয়েল মিললেও বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। ব্যবসায়ীরা বলছেন, তেলের বাজার স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কিছুদিন। আর ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ বলছেন, প্রশাসনিক নজরদারির অভাবের জন্যই এমনটা হচ্ছে।

লিটার প্রতি দাম বেড়েছে ৪০ টাকা। কিন্তু তবুও তেলের দেখা নেই কুমিল্লার বাজারে। রাজগঞ্জ, চকবাজার, বাদশা-রানীর বাজারসহ নগরীর সব বাজারেই এমন সংকট। এই সুযোগে চড়া মূল্যে বিক্রি হচ্ছে পাম অয়েল। আর কোথাও সয়াবিন তেল পাওয়া গেলেও চাওয়া হচ্ছে বাড়তি দাম।

পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে আপাতত সয়াবিন তেল নেই। যা আছে পামওয়েল। আমরা এটা ১৭৩ টাকা কেজি বিক্রি করছি। নতুন তেল বাজারে আসতে সময় লাগবে আরও ১০/১২ দিন।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম জানান, গত একমাসে তারা প্রায় ২৪টি অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৬ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত আছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply