লিগ শিরোপার পথে ম্যানচেস্টার সিটি ও এসি মিলান

|

ছবি: সংগৃহীত

লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি ও এসি মিলান। ইংলিশ লিগে নিউক্যাসেলকে ম্যানসিটি হারিয়েছে ৫-০ গোলে। আর সিরি আ’তে ভেরোনার বিপক্ষে এসি মিলানের জয় ৩-১ গোলে।

লিগ শিরোপার উন্মাদনা টিকে থাকা ইপিএলে এবার অনেকটাই এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা লিভারপুল আগের দিন পয়েন্ট হারিয়ে সুযোগ করে দেয় সিটিজেনদের। যার সদ্ব্যবহার করতে ভুল করেনি পেপ গার্দিওলার দল।

ইতিহাদে ম্যাচের ১৯ মিনিটেই রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। ৩৮ মিনিটে লাপোর্তের গোলে ২-০’র লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও চলে সিটির একের পর এক আক্রমণ। যেখানে নিউক্যাসেল কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ৬১ মিনিটে ডি ব্রুইনার পাসে রদ্রি’র গোলে বড় জয়ের পথে হাটে সিটি। ৯০ মিনিটে ফোডেন আর ম্যাচের যোগ করা সময়ে স্টার্লিংয়ের ২য় গোলে ৫-০ বড় জয় লিভারপুলের সাথে ৩ পয়েন্ট ব্যবধান নিশ্চিত করে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

এদিকে, সিরি আ’তেও লিগ শিরোপা নিয়ে চলছে দুই মিলানের লড়াই। যদিও ৩৮ মিনিটে ফারোনির লিড নেয় স্বাগতিকরা। অবশ্য প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় এসি মিলান। স্কোর শিটে নাম তোলেন তোনালি।

দ্বিতীয়ার্ধে টেবিল টপারদের সাথে আর পেরে ওঠেনি ভেরোনা। ৪৯ মিনিটে তোনালির ২য় গোলের পর ৮৬ মিনিটে ফ্লোরেঞ্জির গোলে ৩-১’র জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply