রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করেছে জি-সেভেন

|

রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করেছে শক্তিশালী অর্থনীতির জোট জি-সেভেন। গতকাল রোববার (৯ মে) ভার্চুয়াল বৈঠকে রুশ জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর প্রতিশ্রুতি আসে। খবর আল জাজিরার।

ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের উদ্যোগে এদিন জরুরি বৈঠক বসে। তাতে, রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। আহ্বান জানান, যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বৃদ্ধি করুক শক্তিশালী অর্থনীতির জোট। তার আবেদনে সাড়া দিয়েই জি-সেভেন দেয় যৌথ বিবৃতি।

বিবৃতিতে জোটটি জানায়, শিগগিরই বিকল্প জ্বালানির উৎস খুঁজবে দেশগুলো। তার আগেই বন্ধ করা হবে রাশিয়া থেকে তেল আমদানি। এর মাধ্যমে, যুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করতে পারবে না পুতিন প্রশাসন। উল্টো বেসামাল হয়ে পড়বে রাশিয়ার অর্থনীতি। জি-সেভেনভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply