রাশিয়া ও বেলারুশের ২ হাজার ৬০০ ব্যক্তির ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

|

রাশিয়া ও বেলারুশের ২ হাজার ৬০০ ব্যক্তির ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞায় পড়া সেসব ব্যক্তিদের ওপর আরোপিত হয়েছে ভিসা নিষেধাজ্ঞা। খবর সিবিএস নিউজের।

রোববার (৯ মে) এ তথ্য নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আর তাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না নিষিদ্ধ ব্যক্তিরা। অবশ্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তিনটি রুশ টিভি স্টেশন ও গ্যাজপ্রম ব্যাংক।

উচ্চপদস্থ এক মার্কিন কর্মকর্তা জানান, রুশ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকটির ২৭ কার্যনির্বাহীর ওপর পড়তে যাচ্ছে নিষেধাজ্ঞার খড়গ। তবে, এখনই আর্থিক প্রতিষ্ঠানটির সম্পদ জব্দ বা এরসঙ্গে লেনদেন বন্ধের তথ্য স্পষ্ট করা হয়নি। ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই একের পর এক নিষেধাজ্ঞা-অবরোধের মুখে পড়ছে পুতিন প্রশাসন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply