নাটোরে জব্দ হওয়া মজুদকৃত ৩ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল খোলাবাজারে বিক্রির নির্দেশ

|

উদ্ধারকৃত সয়াবিন তেলের একাংশ।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে দেব নারায়ণ নামে এক ব্যবসায়ীর মজুদকৃত ৩ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৮ মে) বিকেল পাঁচটার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, শহরের স্টেশন বাজার এলাকার ব্যবসায়ী দেব নারায়ণের নিউ বেঙ্গল টেডার্সের গুদামে অভিযান চালায় তারা। এ সময় গুদামে মজুদকৃত ৩ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করে বাইরে বের করা হয়। এ সময় ব্যবসায়ী দেব নারায়ণ নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে মুচলেকা দেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা কিছু তেল সরকার নির্ধারিত মূল্যে সেখানে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করেন। সেই সাথে বাকি তেলগুলো আগামী তিন দিনের মধ্যে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়।

সহকারী পরিচালক মেহেদী হাসান আরও জানান, গুদামে তেল থাকার পরও আটকে রেখে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করার চেষ্টা করছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এমন কাজ যাতে কেউ করতে না পারে সেজন্য এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply