দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে হাত-পা কাটা গেলো যুবকের

|

ফাইল ছবি

আখাউড়া প্রতিনিধি:

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে এক হাত ও এক পা কাটা পড়েছে হারিছ মিয়া নামে এক যুবকের।

রোববার (৮ মে) দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী চলন্ত কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়েই হারিস মিয়ার আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম। তিনি জানান, আহত হারিছ পেশায় একজন শ্রমিক। ঈদের ছুটি শেষে তিনি তার কর্মস্থল কুমিল্লায় ফিরছিলেন।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি শেষে দুপুর সোয়া ২টার দিকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় হারিছ মিয়া ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) উঠতে গিয়ে কাটা পড়েন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত অবস্থায় হারিছকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, চট্টগ্রামগামী চলন্ত কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply