মা দিবস উপলক্ষে ইউক্রেনে মার্কিন ফার্স্ট লেডি

|

মা দিবসে আকস্মিক ও অঘোষিত এক সফরে ইউক্রেনে পৌঁছানোর পর মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেনকে অভিবাদন জানান ইউক্রেনীয় ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা।

মা দিবস উপলক্ষে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সাথে দেখা করতে এক অপ্রত্যাশিত ও আকস্মিক সফরে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে এখন অবস্থান করছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। খবর আলজাজিরার।

রোববার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, ইউক্রেন-স্লোভেনিয়া সীমান্তে অবস্থিত একটি গ্রাম থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে ইউক্রেনের উঝরড শহরে যান ফার্স্ট লেডি জিল বাইডেন।

সাক্ষাতে ইউক্রেনিয়ান ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সাথে কী আলোচনা হয়েছে তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

গত মার্চে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর হাই প্রোফাইল মার্কিনিদের মধ্যে কংগ্রেসের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সাথে।

প্রসঙ্গত, জিল বাইডেনই এখন একমাত্র হাই প্রোফাইল মার্কিন নাগরিক যিনি এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবস্থান করছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply