চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

|

সিল গালা করা হয়েছে ওই ভুয়া চিকিৎসকের প্রতিষ্ঠান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় এক ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয়েছে তার প্রতিষ্ঠানটি। রোববার (৮ মে) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে ওই অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম জানান, চিকিৎসক সেজে ভুল চিকিৎসা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় মোহাম্মদ জামিল মুজহারী জাম্মি নামের ওই ভুয়া চিকিৎসককে।

ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সিলগালা করা হয়েছে তার প্রতিষ্ঠানটি। অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply