কার্যনিবাহী কমিটির মিটিংয়ে রেলমন্ত্রীর বিষয়ে আলোচনা হয়নি: ওবায়দুল কাদের

|

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিষয়ে আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির মিটিংয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৮ মে) সকালে সচিবালয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবেও তার সঙ্গে কথা হয়নি। বিনা টিকিটে মন্ত্রীর তিন আত্মীয়ের ভ্রমণ ইস্যুতে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমে দেখেছেন বলে জানান ওবায়দুল কাদের। এ সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করবেন না বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি তাদের অস্তিত্বের জন্য শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ সংসগে বিরোধী দল চায়। ইসি নিরপেক্ষ থাকলে নির্বাচন নিরপেক্ষ থাকবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মে) রাতে পাবনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনের এসি কামরায় ভ্রমণ করছিলেন তিন যাত্রী। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন দায়িত্বরত টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনার পরই শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অবশ্য রোববার (৮ মে) টিটিই’র বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply