শেষ হলো মারিওপোলে বেসামরিক উদ্ধার অভিযান

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের মারিওপোলে আজভস্তাল কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে কিয়েভ, মস্কো দু’পক্ষই। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী জানান, ইস্পাত কারখানা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার অভিযান আপাতত শেষ হয়েছে। জাতিসংঘ ও রেডক্রসের মধ্যস্থতায় সেখানে গত সপ্তাহের শেষে এ উদ্ধার অভিযান শুরু হয়।

শনিবার ভাষণে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, প্ল্যান্ট থেকে ৩ শতাধিক মানুষকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। মারিওপোলে আটকা পড়া সেনাদেরও বের করে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান তিনি।

যুদ্ধের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ মারিওপোল। পুরো শহরের নিয়ন্ত্রণ নিলেও আজভস্তাল কারখানায় প্রতিরোধ করে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply