সৌরভ গাঙ্গুলীর বাসায় অমিত শাহ; চলছে নানা গুঞ্জন

|

ভারতের রাজনীতিতে আবারও আলোচনায় সৌরভ গাঙ্গুলী। গতকাল শুক্রবার (৬ মে) পশ্চিমবঙ্গে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্টের বাড়িতে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিগগিরই বিজেপিতে যোগ দিচ্ছেন প্রিন্স অব কলকাতা, চলছে এমন গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ক্রিকেট তারকাকে সরাসরি আক্রমণ করছেন অনেক তৃণমূল নেতাকর্মী।

শুক্রবার সৌরভ গাঙ্গুলীর বেহালার বাড়িতে রাত ৮টা নাগাদ উপস্থিত হন অমিত শাহ। দাদার বাড়িতে নৈশভোজের আমন্ত্রণে ৪৫ মিনিট ছিলেন ভারতের এ স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অমিত শাহকে স্বাগত জানান সাবেক এ ক্রিকেট অধিনায়কের স্ত্রী; ছিলেন পরিবারের বাকি সদস্যরাও। শাকাহারী অমিত শাহর নৈশভোজে ছিল পঞ্চব্যাঞ্জন আর বাংলার ঐতিহ্য দই-মিষ্টি।

কিন্তু সব ছাপিয়ে আলোচনায়, কেন এলেন বিজেপি নেতা? সৌরভকে বিজেপিতে টানতেই কি নয়া কূটকৌশল? কারণ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছিল সৌরভ গাঙ্গুলীর নাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা তুঙ্গে। অবশ্য এমন রটনার কথা সাফ অস্বীকার করেছেন গাঙ্গুলী। বলেছেন, দেড় দশকের সুসম্পর্কের জেরেই মন্ত্রীকে নিমন্ত্রণ। সেটি রক্ষায় বাড়ি এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপির তরফ থেকে আসেনি রাজনৈতিক কোনো ইঙ্গিত। তবে, পশ্চিমবঙ্গে অমিত শাহর দুই দিনের সফরে ঘুরেফিরে এসেছে, সাম্প্রদায়িক রাজনীতির প্রসঙ্গ।

অমিত শাহ বলেন, বিজেপি কখনোই প্রহিংসার রাজনীতি করে না। রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়াকে। মূলত, বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ভীতির মহল সৃষ্টি করার উদ্দেশ্যেই এসব গুম-খুন-হত্যা।

শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী কুচবিহার জেলার তিনবিঘা করিডর পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাদের সাথে নিরাপত্তা ইস্যুতে বৈঠকও করেন অমিত শাহ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply