নারীদের বোরকা বাধ্যতামূলক করলো তালেবান

|

আফগানিস্থানে বসবাসরত সকল নারীদের জনসন্মুখে চলাচলের সময় বোরকা পরার নির্দেশ দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। তালেবান ক্ষমতায় আসার পর এটিই মহিলাদের জন্য সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা বলে মনে করা হচ্ছে।

শনিবার (৭ মে) আফগানিস্তানের সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান হিবাতুল্লা আখুন্দজাদা মহিলাদের জন্য এ কঠোর ডিক্রি জারি করেন। খবর পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের।

জারিকৃত ডিক্রিতে বলা হয়, সব নারীকে সম্মানজনকভাবে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখতে হবে। শরিয়া মোতাবেক কেবল চোখ ছাড়া গোটা চেহারা আচ্ছাদিত থাকবে। তবে খুবই বৃদ্ধ ও শিশুরা থাকবে এই নির্দেশনার আওতামুক্ত। অন্যরা এ নির্দেশ না মানলে, পড়তে হবে শাস্তির মুখে। এছাড়া খুব জরুরি কাজ না থাকলে; নারীদের ঘরে থাকারও পরামর্শ দেয়া হয়েছে ডিক্রিতে।

এর আগে তালেবানের প্রথম শাসনামলে তালেবানরা মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করেছিল। ক্ষমতায় ফিরে আসার পর থেকে তাদের মন্ত্রনালয় মহিলাদের কী পরতে হবে সে সম্পর্কে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply