জাফলংয়ে প্রবেশ ফি’র টাকা কোথায় যায়?

|

মাহবুবুর রহমান রিপন:

জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। বিপুল অর্থের ব্যবহার আর ব্যবস্থাপনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। জেলা পর্যটন উন্নয়ন কমিটির দাবি, প্রতিবেশগত সংকটাপন্ন বা ইসিএ এলাকা হওয়ায় পর্যটকদের সেবা আর এলাকার উন্নয়নেই প্রবেশ ফি’র সিদ্ধান্ত। তবে, সম্প্রতি প্রবেশ ফি আদায় করতে গিয়ে স্বেচ্ছাসেবকদের মারধরের শিকার হন দর্শনার্থীরা। এরপর থেকে উৎসব আর বিশেষ দিনগুলোতে বিনামূল্যে প্রবেশের চিন্তা করছে প্রশাসন।

জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। বিপুল অর্থের ব্যবহার আর ব্যবস্থাপনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। জেলা পর্যটন উন্নয়ন কমিটির দাবি, প্রতিবেশগত সংকটাপন্ন বা ইসিএ এলাকা হওয়ায় পর্যটকদের সেবা আর এলাকার উন্নয়নেই প্রবেশ ফি’র সিদ্ধান্ত। তবে, সম্প্রতি প্রবেশ ফি আদায় করতে গিয়ে স্বেচ্ছাসেবকদের মারধরের শিকার হন দর্শনার্থীরা। এরপর থেকে উৎসব আর বিশেষ দিনগুলোতে বিনামূল্যে প্রবেশের চিন্তা করছে প্রশাসন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রবেশ ফি নিয়ে বৃহস্পতিবার পর্যটকদের পেটানোর পরদিনও দর্শনার্থীদের ঢল জাফলংয়ে। তবে, এখন লাগছে না কোনো টাকা। কিন্তু, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।

দর্শনার্থীরা বলছেন, সাম্প্রতিক মারামারির ঘটনায় তারা কিছুটা আতঙ্কিত। দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তাদের।

গত সেপ্টেম্বরে ১০ টাকার প্রবেশ ফি চালু হলেও এ নিয়ে তেমন প্রতিক্রিয়া ছিলো না। তবে, এবার তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন এই ফি? কোথায় যায় এর টাকা?

গোইয়ানঘাট ইউএনও তাহমিলুর রহমান বলেন, দর্শনার্থীদের জন্য আমরা কোনো টয়লেট ফ্যাসিলিটিজ দিতে পারছি না, চেঞ্জ রুম দিতে পারছি না, পরিচ্ছন্ন রাখতে পারছি না। এই টাকাটা আমরা কোথায় পাবো? তখন একটা ন্যূনতম ফি নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয় জেলার মিটিংয়ে।

এই অর্থের ব্যবহার কীভাবে হচ্ছে? এমন প্রশ্নে ইউএনওর দাবি, শতভাগ স্বচ্ছতার মাধ্যমেই চলছে সব। পাকা রশিদের মাধ্যমে নেয়া হয় টাকা। লগ বুক মেন্টেন করা হয়।

ইউএনওর দাবি, ট্যুরিস্ট স্পটে প্রবেশ ফি একেবারে বন্ধ করে দিলে অর্থের উৎস থাকবে না। এতে সেবা বঞ্চিত হবেন পর্যটকরা।

বিভিন্ন বড় উৎসবে ফি আদায় বন্ধ রাখার পরিকল্পনার কথা জানিয়ে ইউএনও তাহমিলুর রহমান জানালেন, বিভিন্ন বড় উৎসবে আমরা আর কোনো ফি নিতে চাই না। সরকারের রাজস্ব আয় এখানে মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের বেসিক কার্যক্রম পরিচালনার ব্যয় তুলতে পারলেই সেটি আমাদের জন্য যথেষ্ট।

বৃহস্পতিবার টিকিট কাটাকে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবকরা। এরপর ৭ দিনের জন্য জাফলংয়ে প্রবেশ ফি বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন।

ভিডিও প্রতিবেদন দেখুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply