‘যুক্তরাষ্ট্রের সাথে আগের মতো সম্পর্ক নেই’

|

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।

মাহফুজ মিশু:

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আগের মতো খুব সহজ নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। তিনি বলছেন, সম্পর্কের ব্যত্যয় কোনো পক্ষের জন্যই ভালো হবে না। তাই সম্পর্ক আরও গভীর করতে হবে। যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে শহীদুল ইসলাম বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার দূতাবাসের অগ্রাধিকার। নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে বাংলাদেশ। এটি প্রত্যাহারে সব ধরনের চেষ্টাও চালাচ্ছে দূতাবাস। এ কারণে বহুমাত্রিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলেও দাবি তার।

যুক্তরাষ্ট্র এককভাবে বাংলাদেশের সবচে বড় রফতানি গন্তব্য। বছরে ৯’শ কোটি ডলারের ব্যবসা-বাণিজ্য রয়েছে দেশটির সাথে। নামিদামি সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাক যায় বাংলাদেশ থেকে। দশ লাখের বেশি বাংলাদেশি থাকেন সেখানে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-প্রযুক্তিতে সফল পথচলা বাংলাদেশি আমেরিকানদের। তাই ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে বাড়তি গুরুত্ব দিয়েই দেখার তাগিদ বাংলাদেশে দূতাবাসের।

আরও দেখুন: ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে দারুণ আশাবাদী মার্কিন বিশেষজ্ঞরা

এম শহীদুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্যে নতুন খাত যুক্ত করতে কাজ করছে ওয়াশিংটন মিশন। আছে নতুন বিনিয়োগের সম্ভাবনাও। অর্থনীতির পাশাপাশি তাই নিরাপত্তাও আগামী দিনের সম্পর্কের অগ্রাধিকার।

আগামী মে ও জুনেও বেশকিছু সফর হবে দু দেশের নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের। সেখানে সম্পর্কের জটিলতাগুলো নিরসন হবে এমন আশা সংশ্লিষ্ট সবার।

ভিডিও প্রতিবেদন দেখুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply