নাটোরে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে ১৮ জনকে কারাদণ্ড

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের গুরুদাসপুরে র‌্যাবের বিশেষ মাদক বিরোধী অভিযানে আটককৃত ১৮ জনকে মাদক সংরক্ষণ ও প্রকাশ্যে সেবন করার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনব্যাপী গুরুদাসপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। শুনানি শেষে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণপতিরায় তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসপি আজমল হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গুরুদাসপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় মাদক সংরক্ষণ ও প্রকাশ্যে সেবন করার অপরাধে ১৮ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আটককৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণপতি রায় তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply