হাভানার বিখ্যাত হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

|

বিস্ফোরণে পুরোপুরি ধ্বংসস্তপে পরিণত হয়েছে হাভানার বিখ্যাত এ ফাইভ স্টার হোটেলটি।

কিউবার রাজধানী হাভানার বিখ্যাত ফাইভ স্টার হোটেল সারাতোগায় হওয়া এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। খবর বিবিসির।

শুক্রবার (৬ মে) সকাল আনুমানিক ১১টার দিকে হোটেল সারাতোগায় বিস্ফোরণ ঘটে। গ্যাস লিক থেকেই এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা হাভানা ফায়ার সার্ভিসের। কিউবার প্রেসিডেন্ট অফিস এ বিস্ফোরণে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এক টুইটে কিউবার প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে গ্যাস লিক থেকে এ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন মৃত্যুবরণ করেছেন এবং এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, বিস্ফোরণের পর হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের খবর পাওয়ামাত্র স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে অভিযান শুরু করে। 

/এসএইচ
 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply