ছদ্মনামে মাজারে লুকিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

|

গ্রেফতারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেম (৫০)।

স্টাফ করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) রাতে বন্দরের কদম রসূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম বন্দরের সোনাকান্দা বড় মসজিদ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। ২০২১ সালে উজ্জ্বল হত্যা মামলায় আদালত তার বিরুদ্ধে ফাঁসির দণ্ড প্রদান করে।

পুলিশ জানায়, ২০২১ সালে ৬ জুন বন্দরের সোনাকান্দা হাট এলাকায় উজ্জ্বল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে আবুল কাশেম। এ মামলায় জামিন পাওয়ারর পর থেকে সে আত্মগোপনে চলে যায়। বিভিন্ন মাজারে ছদ্মনামে আশ্রয় নিতো কাশেম। গত শুক্রবার (৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের কদমরসূল এলাকায় তার অবস্থান জানতে পারে পুলিশ। পরে রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, উজ্জ্বল হত্যার পর প্রায় ১ বছর পলাতক ছিলো আবুল কাশেম। আমরা তাকে গ্রেফতার করে বাদীপক্ষের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করি। শনিবার (৬ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply