ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে প্রাণ গেছে অন্তত ৩ জনের

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলের ইলাদ শহরে স্বাধীনতা দিবসের আয়োজনে ছুরিকাঘাতে প্রাণ গেছে অন্তত ৩ জনের। বৃহস্পতিবারের (৫ মে) ওই হামলায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। খবর বিবিসির।

পুলিশ জানায় ছুরি, কুড়াল নিয়ে পথচারীদের ওপর হামলা চালায় আততায়ীরা। ঘটনার পরপরই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সড়ক অবরোধ করে ও হেলিকপ্টার নিয়ে চলে অভিযান। বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার করা হয় হতাহতদের। আহতদের সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার জেরে গোটা এলাকায় জারি করেছে সতর্কতা। পুলিশের দাবি, হামলাকারীরা ফিলিস্তিনি। বিগত সময়ে ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবদের হামলার ধারাবাহিকতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফের ইসরায়েলি হামলা, আহত অন্তত ১৬

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply