অভিমানে য়্যুভেন্টাস ছাড়ছেন পাওলো দিবালা

|

ফুটবলাররা এক কূল ভাঙেন তো আরেক কূল গড়েন। নদীর ধারার মতোই চলতে থাকে তাদের ক্লাব ক্যারিয়ার। কখনও স্বেচ্ছায় আবার কখনও পরিস্থিতির কারণে ছাড়তে হয় তাদের প্রিয় ক্লাব। সেই সাথে মন ভাঙে তাদের ভক্ত-অনুরাগীদের। এবার অভিমান করেই য়্যুভেন্টাসের সাথে ৭ বছরের চুক্তি ছিন্ন করতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা।

৪ বছরের চুক্তিতে ২৪০ কোটি টাকায় পাড়ি জমাতে যাচ্ছেন ইন্টার মিলানে। সম্প্রতি য়্যুভেন্টাসের সাথে নতুন চুক্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিলেন এই আর্জেন্টাইন ফুটবলার।

নতুন চুক্তির বিষয়ে দীর্ঘদিন ধরেই পাওলো দিবালার সাথে কথা চালাচ্ছিল য়্যুভেন্টাস। প্রস্তাবে বছর প্রতি ১১০ কোটি টাকার কথাও জানায় ক্লাবটি। তবে দৃশ্যপট বদলায় দিবালা ইনজুরিতে পড়ায়। বছরে মাত্র ৭০ কোটি টাকার প্রস্তাব দেয় তারা। এতেই বেঁকে বসেন দিবালা। সিদ্ধান্ত নেন ৭ বছরের সম্পর্ক ছিন্ন করার।

ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমের্কাতো ও স্কাই স্পোর্টস ইতালিয়া নিশ্চিত করেছে তার ইন্টার মিলানে যোগ দেয়ার খবর। ৪ বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাবটিতে খেলবেন দিবালা। বছর প্রতি সেখানে আয় করবেন ৬০ কোটি টাকা। অর্থাৎ অভিমানে আরও কম টাকায় য়্যুভেন্টাস ছাড়ছেন তিনি।

চলতি জুনেই পাওলো দিবালার সাথে শেষ হচ্ছে য়্যুভেন্টাসের চুক্তির মেয়াদ। তবে ইন্টার মিলান কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। ২০১৫ সালে য়্যুভেন্টাসে যোগ দিয়ে ১১৩ গোলের পাশাপাশি ৪৮টি অ্যাসিস্ট রয়েছে দিবালার ঝুলিতে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply