করোনায় মৃতের সংখ্যা প্রায় দেড় কোটি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

ছবি: সংগৃহীত।

কোভিড-১৯ জনিত অসুস্থতায় ১ কোটি ৪৯ লাখ মানুষ মারা গেছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। যদিও এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা মৃতের সংখ্যা ৬০ লাখ। খবর এএফপি’র।

ডব্লিওএইচও এর দাবি, অনেক দেশই প্রকৃত মৃতের সংখ্যা প্রকাশ করেনি। সংস্থাটি বলছে, ভারতেই করোনায় মৃত্যু হয়েছে অন্তত ৪৭ লাখ মানুষের, যা সরকারের দেয়া সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি। এছাড়া বাংলাদেশেও করোনায় মৃতের সংখ্যা সরকারের দেয়া সংখ্যার চেয়ে অন্তত পাঁচগুণ বেশি। এছাড়া মিশরে সাড়ে ১১, পাকিস্তানে ৮ ও ইন্দোনেশিয়ায় ৭ গুণ বেশি মারা গেছে প্রকাশিত সংখ্যার চেয়ে। তবে সংক্রমিত রোগীর সংখ্যা নিয়ে নতুন করে কোনো তথ্য জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী মহামারির গত দুই বছরে করোনায় ৬২ লাখ ৭০ হাজারের কিছু বেশি সংখ্যক মানুষের মৃত্যু হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই সময়সীমায় কোভিডজনিত অসুস্থতায় মৃতদের প্রকৃত সংখ্যা অন্তত ১ কোটি ৪৯ লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। আর, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

অবশ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই দাবি করে আসছিল, সরকারি তথ্যের চেয়ে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply