ইউক্রেন যুদ্ধ: নিরাপদে সরানো হয়েছে আরও সাড়ে তিনশ বেসামরিক মানুষকে

|

মারিওপোলসহ দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে আরও সাড়ে তিনশর মতো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদে। বুধবার (৪ মে) জাতিসংঘ ও রেডক্রসের যৌথ পরিচালনায় ওই উদ্ধার অভিযান।

সংস্থা দুটির পাশাপাশি এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে মারিওপোলের ইস্পাত কারখানায় আটকে পড়া প্রায় দেড়শ জনকে উদ্ধার করা হয়। নারী ও শিশুসহ সবাইকে নিরাপদে বের করতে মস্কোর সাথে সমঝোতা-চুক্তিতে আসার চেষ্টা চলছে বলে জানান জেলেনস্কি। উদ্ধার অভিযান চলবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, মারিওপোল থেকে দ্বিতীয় ধাপের উদ্ধার অভিযান শেষ হলো। শহরটি ও তার আশপাশ থেকে ৩৪৪ জনকে সরিয়ে নেয়া হয়েছে। তাদেরকে ঝাপোরিঝিয়ায় পাঠানো হয়েছে। আজভস্তাল থেকেও বের করে নেয়া হয়েছে দেড়শ জনকে। তাদের সর্বোচ্চ সহায়তা দেয়া হবে বলেও ঘোষণা করেন জেলেনস্কি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply