ইউক্রেনে ৩ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

|

জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর) বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৩ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ওএইচসিএইচআর জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। মানবাধিকার সংস্থাটি আরও জানায়, বেশিরভাগ বেসামরিক নাগরিক ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণে মারা গেছে।

রাশিয়া ইউক্রেনে তার সামরিক আগ্রাসনকে কিয়েভকে নিরস্ত্রীকরণ এবং ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ অভিযান হিসেবে অভিহিত করলেও ইউক্রেন ও পশ্চিমারা একে ভিত্তিহীন বলেই দাবি করে আসছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply