প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান পেলো প্রীতির পরিবার

|

রাজধানীর শাহজানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সোমবার (২ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়। এসময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর পাশাপাশি গুলিতে নিহত হন প্রীতি। পুলিশের বক্তব্য অনুযায়ী, হামলাকারীদের লক্ষ্য ছিল টিপু। তবে তাদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান রিকশায় থাকা প্রীতিও।

অনুদানের চেক প্রাপকদের হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যারাই এ পর্যন্ত সহযোগিতা চেয়েছেন, তিনি অত্যন্ত মানবিকতার সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এছাড়া ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান বিতরণের হিসাবও তুলে ধরেন তিনি। বিপ্লব বড়ুয়া জানান, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ব্যক্তিকে ১১ কোটি টাকার বেশি অনুদান দেওয়া হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply