ঈদের ছুটিতে হাতছানি দিচ্ছে কুয়াকাটা সৈকত

|

ঈদের লম্বা ছুটিতে হাতছানি দিচ্ছে ভ্রমণের সুযোগ। অনেকেরই পছন্দের গন্তব্য কুয়াকাটা সমুদ্র সৈকত। দুই বছরের টানা লোকসান পুষিয়ে নিতে বিভিন্ন অফার দিচ্ছে সেখানকার হোটেলগুলো। এর মধ্যেই ৭০ ভাগ আবাসিক হোটেল বুকিং হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

উন্নত যোগাযোগ ব্যবস্থা আর পর্যটকদের বরণ করে নিতে হোটেলগুলোর আকর্ষণীয় প্যাকেজে এবার প্রাণ ফিরবে সাগরকন্যার, এমন আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। কুয়াকাটা পৌরসভা মেয়র আনোয়ার হাওলাদার জানালেন, কোনো হোটেল যেন পর্যটকদের হয়রানি না করে, অতিরিক্ত ভাড়া না নেয়, তা নিশ্চিত করতে নজর রাখছে পৌরসভা কর্তৃপক্ষ। ভ্রমণপ্রেমীদের সুবিধার জন্য আবাসিক ও খাবার হোটেলগুলোও তারা নজর রাখবেন বলে জানালেন মেয়র।

পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টর হাসনাইন পারভেজ জানালেন, পর্যটকরা যেন হয়রানির শিকার না হন সেদিকে কড়া দৃষ্টি থাকবে পুলিশের। জানালেন, টলহ পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি থাকবে গোয়েন্দা তৎপরতাও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply