মারিওপোলের ইস্পাত কারখানায় আটকে পড়াদের উদ্ধারের সময় ফের গোলাবর্ষণ

|

রুশ হামলায় বিধ্বস্ত মারিওপোলের ইস্পাত কারখানা।

মারিওপোলের অ্যাজভস্তাল ইস্পাত কারখানায় আটকা পড়াদের উদ্ধারে কার্যক্রম শুরুর পরই আবারও গোলাবর্ষণ শুরু করেছে রুশ বাহিনী। কর্তৃপক্ষ জানায়, ইস্পাত কারখানাটির ভেতরে অবরুদ্ধে হয়ে থাকাদের মধ্যে অন্তত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে বেশিরভাগই শিশু।

জাতিসংঘসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আটকে পড়াদের সরিয়ে নেয়া হয়। অবরুদ্ধ এসব মানুষকে উদ্ধারের পর নেয়া হয় রুশ নিয়ন্ত্রিত শরণার্থী ক্যাম্পে। ইস্পাত কারখানাটির বাংকারে প্রায় তিন হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এরমধ্যে প্রায় ১ হাজারই ইউক্রেন সামরিক বাহিনীর সদস্য।

কারখানাটিকে রুশ বাহিনী ঘিরে রাখায় অবরুদ্ধ হয়ে পড়েছেন তারা। আটকে পড়াদের মধ্যে আহত রয়েছেন ৫ শতাধিক। এদিকে, অ্যাজভস্তাল থেকে নাগরিকদের সরানো শুরুর পর, ইস্পাত কারখানা কমপ্লেক্সে বোমা হামলা শুরু করে রুশ বাহিনী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply