ঈদে ঘরমুখী শতাধিক যাত্রী নিয়ে নদীতে ডুবলো ইঞ্জিনচালিত নৌকা

|

শতাধিক যাত্রী নিয়ে নদীতে ডুবে যায় নৌকা।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে গার্মেন্টসকর্মীসহ শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় হতাহত হননি কেউ। ঈদ কাটাতে বাড়িতে যাচ্ছিলেন তারা। প্রাণ বাঁচিয়ে পাড়ে উঠতে পারলেও নৌকায় থাকা মালামাল ভেসে গেছে নদীতেই। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১ মে) দুপুর ২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌ-পথে গাজীপুর থেকে গার্মেন্টসকর্মীসহ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা। নৌকাগুলোর মধ্যে তিনটি নৌকা জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রম করে। এ সময় পেছনে থাকা অপর নৌকাটি ব্রিজ অতিক্রম করার সময় পানির নিচে থাকা পরিত্যক্ত পিলারের ওপর দিয়ে যাওয়ায় সময় এর তলা ফেঁটে যায়। এতে নৌকাটিতে পানি ওঠা শুরু করে। পরে যাত্রীরা দ্রুত সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন। বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে উদ্ধার তৎপরতা চালানো হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই গার্মেন্টসকর্মী ছিলেন। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ নিখোঁজের দাবি করেনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply