ওডেসার বিমানবন্দরে রুশ মিসাইল হামলা, রানওয়ে অকার্যকর

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওডেসা বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়ে রানওয়ে বিধ্বস্ত করে দিয়েছে রুশ সেনারা। রোববার (১ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ও কৃষ্ণসাগরের পাড়ে অন্যতম একটি বন্দর।

শহরটির গভর্নর জানান, ক্রাইমিয়ার দিক থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিমানবন্দরটি আর কোনোভাবেই ব্যবহার উপযোগী নেই বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড। থেমে থেমেই বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে অঞ্চলটিতে। আশপাশের বাসিন্দাদের বাঙ্কারে বা নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ জানায়, ক্ষেপণাস্ত্র হামলার ফলে ওডেসা রানওয়ে ব্যবহার করার কোনো উপায় নেই। যদিও বিষয়টি নিয়ে এখনও কিছু জানায়নি রাশিয়া।

আরও পড়ুন: সুইডেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল রুশ যুদ্ধবিমান!

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply