‘ইউরোপের ভবিষ্যৎ ইউক্রেন যুদ্ধের ওপর নির্ভর করছে’

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের যুদ্ধ কীভাবে শেষ হয় তার ওপর ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু । রোববার (১ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে পোপেস্কু বলেন, আমি মনে করি সমগ্র মহাদেশের ভবিষ্যৎ ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থা, তার দেশ, তার স্থিতিস্থাপকতা বজায় রাখার ক্ষমতার উপর নির্ভর করে।

ইউক্রেনের প্রতিবেশী এ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মলদোভা ইউক্রেনের সংঘাতকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে একজন সিনিয়র রাশিয়ান সামরিক কর্মকর্তা যখন বলেছেন, রাশিয়ান বাহিনী দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নিয়েছে এবং এ ধরনের পদক্ষেপের ফলে ট্রান্সনিস্ট্রিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে একটি স্থল করিডোরও খুলে যাবে। আগে থেকেই যেখানে রাশিয়ান সৈন্য নিযুক্ত আছে।

আরও পড়ুন: ৪০টি রুশ বিমান ধ্বংস করা ‘ঘোস্ট অব কিয়েভ’ যুদ্ধে নিহত, বড় ক্ষতি ইউক্রেনের!

ট্রান্সনিস্ট্রিয়া মলদোভা এবং ইউক্রেনের মধ্যে অবস্থিত একটি ভূখণ্ড। এই ভূখণ্ডে প্রায় ৪ লক্ষ ৭০ হাজার লোকের বসবাস। ১৯৯২ সালে মলদোভা কর্তৃপক্ষের সাথে যুদ্ধের পর অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply