বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ১০ মে

|

কয়েক দফায় পিছিয়ে বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

আজ সোমবার বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন গণমাধ্যমকে এ তথ্য জানান।

স্যাটেলাইটটি এখন রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালে অবস্থিত স্পেস এক্সের লঞ্চ প্যাডে। ওই লঞ্চ প্যাড থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে এটিকে কক্ষপথে পাঠানো হবে।

এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। স্যাটেলাইট পাঠানোর কাজটি বিদেশে হলেও এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশ থেকেই।

এজন্য গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় দু’টি গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যা নিয়ন্ত্রণে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের যন্ত্রপাতিও আমদানি করেছে বিটিআরসি।





সম্পর্কিত আরও পড়ুন







Leave a reply