রাজধানীতে চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত ৪১ জন গ্রেফতার

|

চাঁদাবাজ ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৩ এর আলাদা আলাদা ৬টি অভিযানে এদের আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে, ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের পসরা সাজিয়ে বসেছিল এরা। ভিডিও ফুটেজ ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এদের ধরা হয়েছে।

র‍্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, সবুজবাগ, খিলগাঁও, হাতিরঝিল, তেজগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের ৩৩ জন অবৈধভাবে টাকা তুলতো; আর ছিনতাইকারী চক্রের ৮ জন।

র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফল, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা ষ্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে অবৈধভাবে টাকা আদায় করতো। ভয় দেখাতো দোকান মালিকদের। ঈদের পরও এমন অভিযান চলবে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply