ব্যাংকিংসহ নানা সঙ্কটে পড়তে হচ্ছে ইলিয়াস আলীর পরিবারকে: মির্জা ফখরুল

|

ব্যাংকিংসহ নানা সঙ্কটে পড়তে হচ্ছে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারকে। বিএনপির এ নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ এপ্রিল) সকালে তিনি এ অভিযোগ করেন। বলেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করছে। ক্ষমতায় টিকে থাকতে র‍্যাবকে ব্যবহার করছে অভিযোগ করে মির্জা ফখরুল দাবি করেন, এ কারণেই গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের কারণেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে র‍্যাবকে।

প্রায় এক দশক আগে নিখোঁজ হন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। এছাড়া আরও ৬ শতাধিক বিএনপি নেতাকর্মী গুম হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। জানিয়েছেন, দেশজুড়ে গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে আছে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, ব্যাংকিংসহ গাড়ির লাইসেন্স কিংবা সন্তানের স্কুলে ভর্তি, সবখানেই জটিল পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে ইলিয়াস আলীর পরিবারের সদস্যদেরকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply