অস্ট্রিয়ার কোচ হলেন র‍্যাংনিক; সামলাবেন ম্যানইউর পরামর্শকের দায়িত্বও

|

ছবি: সংগৃহীত

আগামী ২ বছরের জন্য অস্ট্রিয়া জাতীয় দলে কোচের দায়িত্ব পালনে চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রাফায়েল র‍্যাংনিক। শুত্রুবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাংকনিক।

চলতি মৌসুমে কোচের দায়িত্ব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড দলের পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করার কথা র‍্যাংনিকের। ফলে আগামী মৌসুমের কোচিংয়ের জন্য এরিক টেন হাগের নাম ঘোষণা করেছে ক্লাবটি। ফলে ম্যানইউর পরামর্শকের দায়িত্ব পালনের পাশাপাশি আস্ট্রিয়া দলেও কোচিংয়ের কাজ চালিয়ে যাবেন র‍্যাংনিক।

আরও পড়ুন: বর্ষসেরার খেতাবে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন সালাহ

গত বছরের নভেম্বরের শেষদিকে ওলে গানার সুলশারের জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচে হিসেবে নিয়োগ পান ৬৩ বছর বয়সী র‍্যাংনিক। র‍্যাংনিকের অধীনে খুব একটা সুবিধা করতে পারেনি রেড ডেভিলসরা। বর্তমানে প্রিমিয়ার লিগের ষষ্ঠ অবস্থানে আছে তারা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে প্রথম চারে থাকতে হবে দলটিকে। চার নাম্বার অবস্থানে আছে আর্সেনাল। তাদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে রোনালদোরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply