ঈদের আগে বগুড়ার বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল

|

বগুড়ার বাজারে দাম বেড়েছে খোলা সয়াবিন তেলেরও।

বগুড়ায় ঈদের আগে হঠাৎই বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খোলা সয়াবিনের সরবরাহ ভালো থাকলেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা। বগুড়ার বাজারে বোতলজাত সয়াবিন এখন যেন সোনার হরিণ।

ডিলারদের দাবি, কোম্পানিতে বারবার তাগাদা দিয়েও মিলছে না বোতলজাত তেল। ঈদের আগে কমিয়েছে সরবরাহ। যতটুকু দিচ্ছে, সাথে জুড়ে দিচ্ছে নানা শর্ত।

ব্যবসায়ীরা বলছেন, তেল কিনতে হলে ওই কোম্পানির আরও কিছু পণ্য ডিলারদের কিনতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। খোলা সয়াবিন তেলের দাম ঠেকেছে কেজিপ্রতি ২০০ এর কাছাকাছি। বগুড়ার পাশাপাশি ঈদের আগে তেলের বাজারে এই নৈরাজ্য উত্তরাঞ্চলজুড়েও। এতে ক্ষোভ জানান ভোক্তারা।

এদিকে, সেমাই-চিনি’সহ ঈদ প্রয়োজনীয় অন্য নিত্যপণ্যের দামও বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে অভিযান চলছে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply