সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম আইনের পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে: তথ্যমন্ত্রী

|

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম আইনের পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে খুলনা প্রেসক্লাবের শহীদ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অস্বচ্ছল সাংবাদিকদের চিকিৎসা ও করোনা প্রণোদনার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম আইনের পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে। মন্ত্রী আরও বলেছেন, সংবাদপত্রের যারা অষ্টম ওয়েজবোর্ড কার্যকর করবে না তারা সরকারী কোন ক্রোড়পত্র পাবে না। কেননা সরকারী সাহায্য সহযোগিতা নিবে কিন্তু সংবাদকর্মীর কথা ভাববে না তা হবে না।

মন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের পর থেকে এ পর্যন্ত ২২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। যে টাকা সকল মতাদর্শের সাংবাদিকরা পেয়েছেন।

অনুষ্ঠানে খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দ্বীপ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তথ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply