ভাড়া নেই অ্যাম্বুলেন্সের, ছেলের লাশ কাঁধে বাইকে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্স ভাড়া ২২ হাজার টাকা। সেই টাকার ব্যবস্থা না করতে পেরে নিজের মৃত সন্তানকে কাঁধে নিয়ে মোটরসাইকেলে ৯০ কিলোমিটার পাড়ি দিলেন বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। খবর জিনিউজের।

খবরে বলা হয়, সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে। ওই হাসপাতালে সন্তানহারা হন এক ব্যক্তি। এরপর মৃত সন্তানকে নিয়ে বাইকে করে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।

খবরে আরও বলা হয়, প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ৯০ কিলোমিটার পথ যেতে ২২ হাজার টাকা ভাড়া চেয়েছিলেন। যা ওই ‘দরিদ্র’, শোকস্তব্ধ মানুষটার পক্ষে দেয়া সম্ভব ছিল না। বহুবার বললেও হতভাগ্য বাবার আকুতি শোনেনি চালক। ভাড়া কম করেননি। এমনকি তাকে সাহায্য করতে কেউ এগিয়েও আসেনি। তারপর এক পরিচিতের বাইকে চেপে পড়েন ওই ব্যক্তি। কাঁধে নেন সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।

এই ঘটনার ভিডিওটি টুইট করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এরপরই ভাইরাল হয় ভিডিওটি। এরপর ঘটনাটি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।


আরও পড়ুন: রুশ মুদ্রায় গ্যাস কিনছে ইউরোপের চার দেশ
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply