পাকিস্তানে তিন চীনা নাগরিক নিহতের ঘটনায় বেইজিংয়ের নিন্দা

|

পাকিস্তানের করাচিতে তিন চীনা নাগরিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বেইজিং। বিবিসির খবর বলছে, এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে বেইজিং।

দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে মুখপাত্র জানান, সন্ত্রাসীদের ধরতে ইসলামাবাদের সাথে একসাথে কাজ করবে বেইজিং। মঙ্গলবার (২৬ এপ্রিল) পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় ওই তিন চীনা নাগরিক ও তাদের গাড়ি চালকের। আহত হন আরও একজন।

ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তারা। হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী। করাচির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারী বোরকা পরিহিত এক নারী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনার পর ইসলামাবাদে চীনা দূতাবাসে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply