আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে ইরান: যুক্তরাষ্ট্র

|

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে ইরান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৬ এপ্রিল) এমন উদ্বেগের কথা জানান হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। এর আগেরদিন দেশটির পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করেছে। খবর রয়টার্সের।

জেন সাকি বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে যুক্তরাষ্ট্র বেশ চিন্তায় আছে। কারণ এক বছরেরও কম সময়ের মধ্যে দেশটি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলার সক্ষমতা অর্জন করে ফেলেছে।

এর আগে ব্লিঙ্কেন বলেছিলেন, পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি ইরান। ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তিতে যে অস্থিবরতা চলছে তার চেয়ে চুক্তিতে ফিরে আসা ভালো। ২০১৫ সালের চুক্তিটি অসম্পূর্ণ কিন্তু বিকল্প যেকোনো ব্যবস্থার চেয়ে ভালো।

আরও পড়ুন: যুক্তরাজ্যের এমপিদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞাকে ‘সম্মানের ব্যাজ’ বলছেন জনসন

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচিত সীমিতকরণের লক্ষ্যে দেশটির সাথে চুক্তি করে বিশ্বের ছয় শক্তিশালী দেশ। তবে ক্ষমতায় থাকা অবস্থায় এই চুক্তি থেকে বেরিয়ে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply