এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন

|

ফাইল ছবি।

চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৯ জুন সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হবে। চলবে ১৩ জুলাই পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি বুধবার (২৭ এপ্রিল) পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। তাতে আগামী ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, পরীক্ষায় অংশগ্রহণকারীকে ১৪টি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এরমধ্যে রয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল অথবা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়া হলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে গেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply