হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ

|

ফাইল ছবি।

আগামী ৩১ মে থেকে শুরু হতে পারে হজ ফ্লাইট। আর সর্বনিম্ন ভাড়া গুনতে হবে ১ লাখ ৪০ হাজার টাকা। বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে হজের বিমান ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এবার হজের জন্য দুইটি ডেডিকেটেড ফ্লাইট থাকবে বলেও জানানো হয়। ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার হজ যাত্রী পরিবহন করা হবে। বিমান প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যাত্রী পরিবহনে কোনো সংকট হবে না আশা করি। সবাই ভালোভাবে যেতে পারবেন। ২০১৯ সালে বিমানের সর্বনিম্ন ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা ছিল বলেও ও সময় উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব শাহাদাত হোসেন তসলিম জানিয়েছেন, হজ যাত্রীদের ভাড়ায় ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তাব ছিল ১ লাখ ২৫ হাজার টাকা। আর হাবের প্রস্তাব ছিল ১ লাখ ১০ হাজার টাকা। তাই যে ভাড়া নির্ধারিত হয়েছে তা কমানো যেতো। এটা বিবেচনা করার জন্য বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

শাহাদাত হোসেন তসলিম বলেন, ডেডিকেটেড ফ্লাইটে হজ যাত্রী পরিবহন করতে হবে। তা না হলে ইমিগ্রেশনে সমস্যা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply