নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী

|

পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আগামী কয়েকদিন দৈনিক প্রায় ৫৩ হাজার যাত্রী ট্রেনে ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন।

বুধবার (২৭ এপ্রিল) ভোর থেকেই রেলপথে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়। ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সেটি ছাড়তে বিলম্ব হয়। তবে এর আগেই সকাল ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন স্টেশন ছেড়ে গেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঈদযাত্রা।

এদিকে, প্রথম দিনের প্রথম ট্রেনের বিলম্বে ক্ষোভ প্রকাশ করেন ঘরমুখো মানুষ। যাত্রীরা বলছেন, শুরুর দিন থেকেই এমন দেরি হলে এসব ট্রেন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবে না। এতে আপ-ডাউনে শিডিউল বিপর্যয়ে পড়বে। যাতে ভোগান্তি বাড়বে যাত্রীদের। তবে এবারের ঈদযাত্রায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল টিকিট পাওয়া।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply