চলতি বছরই ইউক্রেনের শরণার্থী সংখ্যা ছাড়াবে ৮৩ লাখ: ইউএনএইচসিআর

|

ছবি: সংগৃহীত

চলতি বছরই ইউক্রেনের শরণার্থী সংখ্যা ছাড়াবে ৮৩ লাখ। মঙ্গলবার এই আশঙ্কার কথা জানালো জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন-ইউএনএইচসিআর। যা পূর্বাভাসের তুলনায় দ্বিগুণ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন ভূখণ্ডে রাশিয়া হামলা চালালে প্রাণভয়ে পালাতে থাকেন সাধারণ মানুষ। সেসময়ই ইউএনএইচসিআর জানিয়েছিল, ইউক্রেনের শরণার্থী সংখ্যা ৪০ লাখের বেশি হতে পারে। কিন্তু দু’মাসেও আসেনি সংকটের সমাধান। সীমান্তে বেড়েই চলছে মানবঢল।

জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুতদের বেশিরভাগই নারী ও শিশু। যাদের নিরাপত্তা নিয়ে সংস্থাটি উদ্বিগ্ন। কারণ প্রতিবেশী দেশগুলোর সীমান্তে বেড়েছে মানবপাচারকারী চক্রের সংখ্যাও। তাছাড়া যুদ্ধের মানসিক যন্ত্রণা থেকে শিশুদের বের করে আনাটাও কষ্টকর।

ইউএনএইচসিআর’র মুখপাত্র সাবিহা মান্টো বলেন, ইউক্রেন যুদ্ধের দু’মাসে বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২৭ লাখের বেশি মানুষ। সিংহভাগই নারী ও শিশু। যাদের ৫০ লাখ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোয়। সংখ্যাটি বছর শেষে পৌঁছাতে পারে ৮৩ লাখের বেশি। অন্যদিকে, দেশের অভ্যন্তরে গৃহহীন ৭৭ লাখের মতো ইউক্রেনীয়। বহু মানুষ এখনো আটকা বিধ্বস্ত এলাকাগুলোয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply