শুরু হয়েছে ঘরমুখো মানুষদের ঈদযাত্রা, চাপ বেড়েছে দুই নৌরুটেই

|

নৌরুটগুলোতে বেড়েছে যানবাহনের চাপ।

প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শুরু হয়ে গেছে ঘরমুখো মানুষের যাত্রা। এতে চাপ বেড়েছে প্রধান দুই নৌরুটে। অন্যবারের মতো এখন থেকেই ঘাটে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি।

সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। তবে ভারী যানবাহনের তুলনায় ছোট গাড়ির সংখ্যাই বেশি। পরের দিকে ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি যাচ্ছেন। এছাড়া স্কুল ছুটি হওয়ায় স্ত্রী সন্তানদেরও কেউ কেউ বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

ঘাট সংশ্লিষ্টরা জানান, পাটুরিয়া ঘাটে মোট ১৮টি ফেরির এই রুটে সচল আছে ১৬টি। মেরামত চলছে ২টি নৌযানের। ঈদের আগে আরও ৩টি ফেরিসহ এই রুটে মোট ২১টি ফেরি চলার কথা রয়েছে। দৌলতদিয়া ঘাটে ফেরির নাগাল পেতে গড় সময় লাগছে দুই ঘণ্টা। ঈদের এক সপ্তাহ আগেও যাত্রাপথে এমন পরিস্থিতিতে অসন্তোষ যাত্রীদের।

একই অবস্থা শিমুলিয়া-বাংলাবাজার রুটে। পুরোপুরি চাপ না পড়লেও যানবাহনের সংখ্যা তুলনামূলক বেড়েছে। সোমবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে পারাপারের অপেক্ষায় কয়েকশ’ গাড়ি। ১টি মিনি রো-রো, ২টি মিডিয়াম ও ২টি ডাম্পসহ মোট ৭টি ফেরি দিয়ে এসব যানবাহন পর্যায়ক্রমে পারাপার হচ্ছে।

ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই আগে ছুটছে। যাত্রীরা বলছে, ফেরির সংখ্যা কম থাকায় ঘাটে অপেক্ষা দীর্ঘ হচ্ছে। ঘাট সংশ্লিষ্টরা বলছেন রাতে শিমুলিয়া- বাংলাবাজার রুটে ফেরি বন্ধ থাকায় সকালে যানবাহনের উপস্থিতি বেশি দেখা যায়। তবে দুপুর দিকে ঘাট অনেকটা যানবাহন শূন্য হয়ে পড়ে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply